সাদিক খান লেবার পার্টির পরবর্তী নেতা !
ব্রিটেনের রাজনৈতিক দল লেবার পার্টির পরবর্তী নেতা হিসেবে লন্ডনের মেয়র সাদিক খানকেই চান দেশটির ভোটাররা।
হাফিংটন পোস্ট ইউকের সহায়তায় বিএমজি পরিচালিত এক জরিপের এ মত ওঠে আসে। ১৫০০ ভোটারের ওপর ওই জরিপ চালানো হয়।
তবে ওই জরিপে অংশ নেয়া বেশিরভাগ মানুষ এখনো মনে করেন বর্তমান নেতা জেরেমি করবিনের সঙ্গে কারও তুলনা চলে না।
হাফিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৫৭ শতাংশ মানুষ মনে করেন জেরেমি করবিনের সঙ্গে তুলনা চলে না কারো।
তবে ১২ শতাংশ ভোটার মনে করেন, পরবর্তী সময় লেবার দলের নেতা হিসেবে লন্ডনের মেয়র সাদিক খানই হবেন সেরা প্রার্থী।
দ্বিতীয় সেরা প্রার্থী হিসেবে তারা মত দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের প্রতি। তবে ৩ শতাংশ ভোটার মনে করেন, লেবার দলের পরবর্তী নেতা হওয়া উচিত একজন নারী।
লিঙ্গগত বিষয় বাদ দিয়ে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হওয়া উচিত বলে মত দিয়েছেন ৭৯ শতাংশ ভোটার। এখনও পর্যন্ত লেবার দলের কোনো নারী নেতৃত্বে আসেননি।
ওদিকে ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল, ছায়া ব্রেক্সিটমন্ত্রী কেইর স্টারমার, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ানে অ্যাবোটের প্রতি সমর্থন রয়েছে জরিপে অংশ নেয়া ৩ শতাংশ ভোটারের।