বৈশ্বিক সক্ষমতা সূচকে এগিয়েছে বাংলাদেশ
বৈশ্বিক সক্ষমতার সূচকে ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাতধাপ এগিয়ে ৯৯তম হয়েছে বলে জানিয়েছে, ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম।
বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সারা বিশ্বে একযোগে এই সূচক প্রকাশ করেছে।
১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা খাতে উন্নতি হওয়ায় বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
এবছর ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার উন্নতি হয়েছে বেশ। দেশটির অবস্থান এবার ২৩তম। এ ছাড়া চীনের অবস্থান ২৭তম, থাইল্যান্ড ৩২তম ও ইন্দোনেশিয়ার অবস্থান ৩৬তম।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৭-১৮ বছরের সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।