পর্নো সাইটে আসক্ত ব্রিটিশ সংসদ
পর্নো সাইটের প্রতি আসক্ত হয়ে পড়েছে ব্রিটিশ সংসদ। বিবিসি জানায়, গত বছর ব্রিটিশ সংসদের কম্পিউটার থেকে প্রায় ৩ লাখ বার পর্নোগ্রাফির ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে।
সরকারই এই পরিসংখ্যান প্রকাশ করেছে। তবে এজন্য শুধু এমপিরাই দায়ী নাকি অন্যান্য স্টাফও জড়িত তা স্পষ্ট করেনি সরকার। ব্রিটিশ সংসদে নিয়োজিত আছেন ৫ হাজার লোক।
তথ্য স্বাধীনতা আইনে হাফিংটন পোস্ট ইউকে’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য প্রকাশ করেছে সরকার।
ব্রিটিশ সংসদের মুখপাত্র বলেছেন, ‘আমরা মনে করি না প্রতিটি ক্ষেত্রে যে ইচ্ছা করেই পর্নো সাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে।’
তবে কোন কোন সাইটকে পর্নো তালিকাভুক্ত করা হয়েছে তা স্পষ্ট নয়।
গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটেনের বেশিরভাগ বাসাবাড়িতেই পর্নো সাইট ব্লক করে দেয়া হবে। তবে এটা সচল রাখার আবেদন করা হলে তা সচল থাকবে।
তিনি বলেন, পর্নোগ্রাফি দেখে শিশুরা বিকৃত যৌন সম্পর্ক শিখছে।