ইন্টারপোলের সদস্য হলো ফিলিস্তিন
ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক পুলিশ সংগঠনের (ইন্টারপোল) সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ফিলিস্তিন।
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এটি আরেকটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ইন্টারপোলের সাধারণ পরিষদের ভোটাভুটিতে ৭৫ শতাংশের বেশি ভোট পেয়ে সদস্যপদ লাভ করেছে ফিলিস্তিন।
ইসরায়েল সক্রিয়ভাবে এ ভোটাভুটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।
ভোটের পর ইন্টারপোলের এক টুইটে বলা হয়েছে, “ফিলিস্তিন রাষ্ট্র এবং সলোমন দ্বীপপুঞ্জ এখন থেকে ইন্টারপোলের সদস্য দেশ।”
টুইটে আরও বলা হয়, “নতুন সদস্য দেশ ফিলিস্তিন এবং সলোমন দ্বীপপুঞ্জ নিয়ে ইন্টারপোলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৯২ জনে।”
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এক বিবৃতিতে বলেছেন, “ইন্টারপোলের বেশিরভাগ সদস্যের নৈতিক অবস্থানের কারণে এ জয় সম্ভব হয়েছে।”
ফিলিস্তিন এর আগে ২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। তখন থেকে ফিলিস্তিন ৫০টির বেশি আন্তর্জাতিক সংগঠন এবং চুক্তিতে শামিল হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদলত এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো।