রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় করবে তুরস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আবাসন ও স্বাস্থ্যখাতে তুরস্ক ৪০০ কোটি টাকা ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ। বুধবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় কঙ্বাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ। বুধবার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন। এ সময় তার সঙ্গে স্ত্রী সায়মা আকদাজ, তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মেহমেত গুলোগলু ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। খবর আনাদলু এজেন্সির।
এ সময় তুর্কি উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প নির্মাণের প্রতিশ্রম্নতি দেন।
তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের জন্য ক্যাম্প, ভবন ও হাসপাতাল নির্মাণ করতে আগ্রহী। এজন্য তুরস্ক ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। বাংলাদেশ সরকার জায়গা নির্দিষ্ট করলে তুরস্ক নির্মাণকাজ শুরম্ন করবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোগান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button