এবার নিউইয়র্কে বন্দুকধারীর হামলা, নিহত ২
লাস ভেগাসের পর এবার নিউইয়র্কে আবার বন্দুক হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার নিউইয়র্ক শহরের সবচেয়ে জনবহুল এলাকা ম্যানহাটনে আচমকা হামলা চালায় এক বন্দুকধারী। এতে হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইলেভেন্থ অ্যাভিনিউ ও টুয়েলভথ অ্যাভিনিউর মধ্যেবর্তী একটি নির্মাণাধীন বহুতল ভবনের ৩৭ তলা থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে এক হামলাকারী। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৭ বছর বয়সী এক শেতাঙ্গ সুপারভাইজারের। তাকে হত্যার পর হামলাকারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
ভবনের কর্মীরা জানায়, ৪৪ বছর বয়সী ঐ কৃষ্ণাঙ্গ হামলাকারী একটু উগ্র মেজাজের ছিলেন। এই ঘটনার দুদিন আগে হামলাকারীকে চাকরিচ্যুত করেছিল ঐ সুপারভাইজার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট টিম। মুহূর্তেই খালি করে দেয়া হয় ওই ভবন। এই ঘটনার জেরে ফের একবার যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন নিয়ে প্রশ্ন উঠেছে।
গত রবিবার লাস ভেগাসে হামলার ঘটনায় ৫৯ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অস্ত্র আইনের পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তিনি।