সোনালী রোদ মুক্তিযুদ্ধের উপন্যাস
সোনালী রোদ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এতে বৃহত্তর সিলেটের প্রত্যান্ত অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ঘটনা তুলে ধরা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের একটি প্রামণ্য চিত্র বলা যায়।
উপনাসের নায়েক কামরুল হাসানারের বাবা একজন উচ্চ শিক্ষিত এবং মুক্তিযুদ্ধা। বিশ্ব বিদ্যালয়ে পড়া অবস্থায় দেশ প্রেমে উদ্বোব্ধ হয়ে তিনি স্বাধীনতা লড়াইয়ে যাপিয়ে পড়েন। যুদ্ধে তিনি শহীদ হন।
নানা ঘটনা, মানবিক ঘটনাপ্রবাহ ও মুক্তিযুদ্ধাদের অসীম সাহসী কর্মকান্ডের ভিন্ন চিত্র এ উপন্যাসে লেখক তুলে ধরেছেন। লেখক দীর্ঘ দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। তার ভাষা সহজ সরল। পড়তে পাঠকদের ভালো লাগবে। গ্রন্থের কাগজের মান ভালো। ভবিষ্যতে আরও যত্মশীল হতে হবে লেখালেখিতে।
সোনালী রোদ
গতি প্রকাশনী, প্রকাশকাল : ২০১৫ কাঁটাবন, নিউমার্কেট
মূল্য : ১৬০ টাকা।
-ফাহিম ফিরোজ