৫১ বারেও হল না সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

sagor৫১ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল।
তবে তদন্ত কর্মকর্তা র্যাব সদর দফতরের সহকারী পরিচালক  সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় নতুন তারিখ ধার্য করেন বিচারক। আগামী ১৪ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button