নেতৃত্বে থাকার অঙ্গীকার থেরেসা মে’র
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের চাপে আছেন। দলের একটি অংশ তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। এই দলটির নেতৃত্বে আছেন কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান গ্রান্ট শ্যাপস। তিনি দাবি করেছেন, তার সঙ্গে আরো ৩০ এমপি আছেন। কারণ কাজ যদি না চলে তাহলে পদে থাকার কোনো অর্থ হয় না। যদিও থেরেসা মে নেতৃত্বে থাকার অঙ্গীকার করেছেন।
গত বুধবার দলের সম্মেলনের শেষ দিনেও ভালভাবে বক্তব্য দিতে পারেননি থেরেসা মে। এক প্রাংকস্টার তার বক্তব্যের মাঝে ব্যাঘাত ঘটান। ওই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দলের মধ্যেই অভ্যুত্থানের শিকার হতে পারেন থেরেসা মে।
শ্যাপস শুক্রবার বিবিসি রেডিওকে বলেন, মে’র উচিত এই মুহূর্তে দলের নেতৃত্ব ঠিক করার জন্য নির্বাচন আহবান করা। নির্বাচনে এমনকি মন্ত্রীপরিষদকে একত্র করতেও ব্যর্থ হয়েছেন থেরেসা মে। তাই তার পতনের সময় এসেছে বলে মন্তব্য করেন শ্যাপস। তবে থেরেসা মে এক বিবৃতিতে উৎখাতের ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে বলেছেন, নেতৃত্বে তিনিই থাকবেন।