বাংলাদেশে পেপ্যাল চালু হচ্ছে ১৯ অক্টোবর
অবশেষে আগামী ১৯ অক্টোবর বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করছে অনলাইন প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তরের সুবিধা পেপ্যাল। ১৮ অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’র দ্বিতীয় দিনে পেপাল সেবার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জুনাইদ আহমেদ পলক জানান, দীর্ঘদিনের অপেক্ষার শেষ হচ্ছে। এর ফলে পেপ্যাল সুবিধা সোনালী, রূপালী ব্যাংকসহ মোট ৯টি ব্যাংকের প্রায় ১২ হাজার শাখায় পাওয়া যাবে। এতে ফ্রিল্যান্সারদের পাশাপাশি উপকৃত হবেন অনলাইনে লেনদেন করছেন এমন ব্যবহারকারীরা।