তত্ত্বাবধায়ক মামার বাড়ির আবদার নয় : হাছান মাহমুদ
তত্ত্বাবধায়কের দাবি মামার বাড়ির আবদার নয় বলে মন্তব্য করে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তাদের এ দাবি মিটানোর ইচ্ছা আমাদের নেই। বুধবার সকালে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘আদালত ভবন উড়িয়ে দেবার হুমকি-রাজাকারদের ষড়যন্ত্র-সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ‘আ’লীগ জামানত হারাবে’ বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা রাজনীতির পাশাপাশি জ্যোতিষী হয়ে গেছেন। তিনি বলেন, যে দলটি (বিএনপি) চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি তাদের নিজেদের কোন্দলের কারণে, তারা আবার বড় বড় কথা বলে। তিনি বলেন, দেশি-বিদেশি কারোর সংবিধান নিয়ে নাক গলানোর ক্ষমতা নেই। আমরা আলাপ-আলোচনায় বিশ্বাস করি। অর্ন্তবর্তীতীকালীন সরকার নিয়ে আলোচনা হতে হবে।