সিলেটে সারা বছর জুড়ে বৃষ্টি
গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলছে। মাঝে মধ্যে দুই এক দিন রোদ থাকলেও বৃষ্টির ছিল সারা বছর জুড়ে। গত পঞ্চাশ বছরেও এ ধরনের বৃষ্টি সিলেটে দেখা যায়নি বলে অনেকেই বলেছেন। নানা কারনে আবহাওয়ার এই পরিবর্তন বলে আবহাওয়াবিদরা বলছেন।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, মধ্য অক্টোবরের পর থেকেই শীতের জন্ম হবে সিলেটে।
১৩ কিংবা ১৪ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই বৃষ্টির পর থেকেই উত্তর দিক থেকে কিছুটা ঠান্ডা হওয়া বইতে শুরু করবে। তিনি জানান, এবছর সিলেটের আবহাওয়ায় অন্যবছরের তুলনায় কিছুটা বৈপরীত্য লক্ষ করা গেছে।
আর ১৬ তারিখের দিকে কক্সবাজার হয়ে বাংলাদেশ থেকেই বিদায় নেবে পুরো মৌসুমটি। তারপরই শীত পড়তে শুরু করবে ।