বাংলাদেশে মাথাপিছু আয় ১ হাজার ডলার ছাড়িয়েছে
বাংলাদেশে মাথাপিছু আয় এই প্রথমবারের মতো চার অংকের কোঠায় পৌঁছল। পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে গত ২০১২-১৩ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় ৯২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ১০৪৪ ডলার। পরিসংখ্যান ব্যুরোর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন সামাজিক নিরাপত্তা খাতসহ অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতি এর কারণ। বাংলাদেশ মাথাপিছু আয় ১১৯০ ডলারে উন্নীত করতে পারলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসার তিনটি শর্তের মধ্যে একটি পূরণ করা সম্ভব হবে বাংলাদেশের জন্য। অন্য দু’টি শর্ত পূরণ করতে বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানব সম্পদ সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে।