গ্রেনফল টাওয়ারের অস্থায়ী বাসিন্দারা ব্র্রিটেনে স্থায়ী হতে পারবেন
লন্ডনের নর্থ কেনসিংটনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের সবারই বাসস্থানের ব্যবস্থা হলেও সবাই ব্রিটেনে স্থায়ী ছিল না। আর ব্র্রিটেনে অস্থায়ী এসব মানুষ স্থায়ী হতে পারবে কিনা এমনই অনিশ্চয়তা ছিল।
দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সাথে আলাপকালে লুইস বলেন, ব্রিটেনের সরকার মনে করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা পরীক্ষা করে তাদেরকে ব্রিটেনে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে।
অগ্নিকান্ডের পর সরকারের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয় ক্ষতিগ্রস্থ যারা ব্রিটেনে স্থায়ী নয় তারা ইমিগ্রেশন আইনের নিয়মের বাইরে ১২ মাস ব্রিটেনে অবস্থান করতে পারবে। এমনটাই জানিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার ব্রানডন লুইস। ঐ ১২ মাসের পর তাদের ইমিগ্রেশন আইনানুযায়ী প্রয়োজনে ব্রিটেন থেকে বিতারনের ব্যবস্থা করা হবে। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রচারনা ও দাবীর প্রেক্ষিতে সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।