২বছর বয়সেই ইন্টারনেট ব্যবহার করছে তুর্কি শিশুরা
মাত্র ২বছর বয়সে ইন্টারনেট ব্যবহার শিখছে তুরস্কের শিশুরা। এ বয়সেই তারা ট্যাব, কম্পিউটার, টেলিভিশন এবং টেলিফোনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমের সঙ্গে বেড়ে উঠছে। খবর ডেইলি সাবাহার।
সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ‘ফ্যামিলি অ্যান্ড সোস্যাল পলিসি মন্ত্রণালয়’।
গবেষণায় বলা হয়েছে, শিশু বয়সে যারা ইন্টারনেটের সঙ্গে পরিচিত হচ্ছে তাদের জন্য বিশেষ সুরক্ষার প্রয়োজন।
শিশুদের ইন্টারনেট সেবা দেয়ার আগে তাদের পরিবারের অনুমতি নেয়া দরকার বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
শিশুদের আবশ্যক জিনিসের তালিকা নতুন করে মূল্যায়ন করা এবং ইন্টারনেটকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করে গবেষণায় বলা হয়েছে, শিশুদের জন্য পাঠ্যপুস্তকে সামাজিকমাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে পাঠদান সংযোজন করা দরকার।