৩০ বছরের রেকর্ড ছাপিয়ে আয়ারল্যান্ডে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’

hurricane-ophelia৩০ বছরের রেকর্ড ছাপিয়ে আয়ারল্যান্ডে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’৷ বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’র প্রথম তাণ্ডবেই গাছ চাপা পড়ে এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে৷ ঝড়ে উড়ি গিয়েছে আয়ারল্যান্ডে একটি ফুটবল স্টেডিয়ামের ছাউনি৷ ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওয়েস্ট ওয়েলসের বিস্তীর্ণ এলাকা৷ ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ এখনও পর্যন্ত ওয়েস্ট ওয়েলসের এক লক্ষ ২০ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ দুর্যোগ চলাকালীন বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে৷
গত কয়েক দিন ধরেই পূর্বভাস ছিল সোমবারই ব্রিটেনের বুকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’৷ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি হতেই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়ে রেখেছে প্রশাসন৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’ তার তীব্র আকার না নিলেও প্রতি ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
পরিস্থিতি যা, ক্রমশ আটলান্টিক মহাসাগরের আজোরে আছড়ে পড়বে ওই ঝড়৷ গতিপথ দেখে এমনটাই অনুমান করা হচ্ছে৷ ক্রমশ গতি বাড়িয়ে আছড়ে পড়বে ব্রিটেনে৷ ঠিক ৩০ বছর আগে এরকমই এক ভয়ঙ্কর ঝড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল৷ ব্রিটেনের বিভিন্ন অংশে ১১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আঘাত করবে ওই ঝড়৷
আবহাওয়া দফতর সূত্র খবর, সোমবার বিকেলের মধ্যেই এসে পড়বে ঘূর্ণিঝড় ‘ওফেলিয়া’৷ আর তার জেরে বিপর্যস্ত হবে বিদ্যুৎ পরিষেবা, বন্ধ হয়ে যাবে বিমান পরিষেবা, সমুদ্রে উপকূলে ব্যাপক আকারের ঢেউ উঠবে৷ তার জন্য আগেই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে অপ্রয়োজনে কোথাও যেতে নিষেধ করছে সরকার৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button