ওবামা-বাদশাহ আব্দুল্লাহর টেলিফোন সংলাপ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সৌদি বাদশাহ আব্দুল্লাহ শুক্রবার সিরিয়া ও মিসর পরিস্থিতি নিয়ে টেলিসংলাপ করেছেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গতকাল হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা বাদশাহ আব্দুল্লাকে টেলিফোন করেন এবং তারা সিরিয়া পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তারা এ অঞ্চলে সহিংসতার প্রভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট সিরিয়ার বিরোধীদলকে শক্তিশালী করতে সিরীয় বিরোধী জোট এবং সুপ্রিম মিলিটারী কাউন্সিলকে অব্যাহত সমর্থন প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন। এছাড়া মিসরের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও প্রেসিডেন্ট ও বাদশাহ মতবিনিময় করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নিজ নিজ স্বার্থে মিসরের স্থিতিশীলতা রক্ষায় সমর্থন প্রদানে সম্মত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে মিসরের প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত পরবর্তী সহিংসতায় ওবামা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।