তুরস্কে সরকারি কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন মুফতিরা
ইসলাম ধর্মের আইন-কানুন বিষয়ে অভিজ্ঞ মুফতিদের ‘সরকারি ধর্মীয় কর্মকর্তা’র মর্যাদা দিচ্ছে তুরস্ক। এজন্য বুধবার দেশটির সংসদের একটি আইন পাস করা হয়েছে।
নতুন আইনানুযায়ী সরকারি ধর্মীয় কর্মকর্তারা মুসলিম বিয়ে সম্পাদন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের সরকারি ক্ষমতা পাবেন।
কয়েক দিন আগে তুরস্ক সরকার এ আইনের খসড়া প্রকাশ করে। অনিবন্ধিত বিয়ের সংখ্যা কমিয়ে আনার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তুরস্কের আইনানুযায়ী বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক। দেশটিতে ১৮ বছরের নিচের বয়সীদের বিয়ে নিবন্ধন অবৈধ। তবে পরিবার চাইলে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা ১ বছর কমিয়ে ১৭ বছর বয়সীদের বিয়ে সম্পন্ন করতে পারে।
তুরস্কে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা বিয়ে সম্পন্ন করেন। কিন্তু মুসলিম-অধ্যুষিত দেশটিতে বর্তমানে ধর্মীয় প্রক্রিয়ায় বিয়ের দিকেই জনসাধারণ বেশি আগ্রহী। ফলে সরকারের এ ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে।