স্বায়ত্তশাসন হারাচ্ছে কাতালোনিয়া
স্পেন থেকে পৃথক হয়ে যাবার হুমকির কারণে শনিবার থেকে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করতে যাচ্ছে স্পেন সরকার। এই পদক্ষেপে ওই অঞ্চলে আবারও উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেন সরকার বলছে, দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ পুনরায় চালু করার বিষয়ে মন্ত্রীরা শীঘ্রই এই বিষয়ে বসবেন। ১৫৫ অনুচ্ছেদে কাতালোনিয়ার স্বায়ত্তশাসনের বিষয়ে বর্ণনা রয়েছে। যদি এটি সক্রিয় করা হয়, তাহলে কাতালোনিয়া আবার কেন্দ্রীয় সরকারের অধীনে চলে আসবে।
কাতালান নেতা কার্লেস পুজদেমন বলেছেন, স্পেন যদি তাদের শোষণের মনোভাব অব্যাহত রাখে, তবে দেশটির আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার পক্ষে ভোট দেবে।
এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে কাতালানরা স্পেন থেকে পৃথক হয়ে যাবার পক্ষে ভোট দেন। স্পেন সেই রায় প্রত্যাখ্যান করে। এরপর বিক্ষোভ শুরু হলে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার উপক্রম হলে স্পেন সরকার পুলিশের হামলার জন্য ক্ষমাও চায়।
ইতোমধ্যে পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করে স্বাধীন হয়ে যাবার জন্য জনগণের যে রায় তা বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্পেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেয়, প্রয়োজনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করা হবে। এখন ঠিক সেদিকেই যাত্রা শুরু করেছে স্পেন।