যুক্তরাষ্ট্রে পুড়ে ছাই হয়েছে ৭ হাজার ভবন
যুক্তরাষ্ট্রে পুড়ে ছাই হয়েছে সাত হাজার ভবন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় সংঘটিত দাবানলে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দাবানলের ওই ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া অন্যান্য ক্ষতি নিরূপণ করার জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।
ক্যালিফোর্নিয়ার বন বিভাগের মুখপাত্র ড্যানিয়েল বার্লেন্ট বলেন, ৬ হাজার ৯০০ ভবন ধ্বংসের বিষয় নিশ্চিত হওয়া গেছে। দাবানল নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসকর্মীরা ফিরে এসেছেন।
তিবি বলেন, ভবনগুলো ৮ ও ৯ অক্টোবরের মধ্যে ধ্বংস হয়। ওই সময় দাবানল উত্তর ক্যালিফোর্নিয়ার ওয়াইনপ্রদেশে এবং নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।
ধ্বংস হওয়া ভবনগুলোর বেশিরভাগই আবাসিক। তবে কিছু বাণিজ্যিক ভবন রয়েছে।
অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় সংঘটিত দাবানল ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসে ও ১৯৯১ সালের অকল্যান্ডে সংঘটিত দাবানলের মতোই ভয়াবহ ছিল।
দাবানল নিয়ন্ত্রণে আসার পর সেখানকার বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ বাড়ি ফিরতে পারেনি।