ক্যামেরনের বেফাঁস মন্তব্যে ভারতের তীব্র প্রতিবাদ
সিরিয়া ইস্যুতে পার্লামেন্টে দেয়া বক্তব্যে ‘ভুলক্রমে’ ভারতের নাম উচ্চারণ করে বেকায়দায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যামেরনের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সিরিয়ার ওপর সামরিক আগ্রাসনে ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে কি-না তা নিয়ে গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসে। সেখানে ক্যামেরন দাবি করেন, বিশ্বের বহু দেশ এ সিদ্ধান্তে পৌঁছে গেছে যে, সিরিয়ার সরকারই সেদেশের রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক হামলা চালিয়েছে। এসব দেশের নাম বলতে গিয়ে তিনি ভারতের নামও উচ্চারণ করেন।
ডেভিড ক্যামেরন তার বক্তব্যে কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের নাম উল্লেখ করেন। তিনি দাবি করেন, এসব দেশ মনে করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল এ সম্পর্কে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাস্তবতা হচ্ছে ভারত কখনই এ ধরনের কোনো মন্তব্য করেনি। নয়াদিল্লি এর আগে সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেও এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছে, বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ হতে হবে জাতিসংঘের মাধ্যমে। এ ব্যাপারে লন্ডনে একটি প্রতিবাদ বার্তা পাঠানো হয়েছে বলে ওই মুখপাত্র জানান। তিনি বলেন, ‘আমরা ব্রিটেনের কাছে জানতে চেয়েছি এটি কীভাবে হলো এবং তারা স্বীকার করেছেন এটি ছিল একটি ভুল।’ তবে এ ব্যাপারে নয়াদিল্লি লন্ডনের কাছে ‘আনুষ্ঠানিক’ প্রতিবাদ জানিয়েছে।
অনেকে মনে করছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার যুদ্ধকামী নীতির প্রতি সংসদ সদস্যদের সমর্থন পেতে ‘ইচ্ছে করেই’ ভারতের নাম উচ্চারণ করেছেন। কিন্তু তার এই মিথ্যাচারও ব্রিটিশ সংসদ সদস্যদের মন ভোলাতে পারেনি। তারা ২৮৫-২৭২ ভোটের ব্যবধানে ক্যামেরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপর থেকে আর ভুল করেও সিরিয়ার নাম মুখে আনছেন না তিনি।