বার কাউন্সিল গেটে তালা দিলো দারুল ইহসানের শিক্ষার্থীরা
রাজধানীর দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা না দিতে দেওয়ার সিদ্ধান্তে বার কাউন্সিল ভবনের গেটে তালা মেরে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বুধবার দুপুর দুইটায় বার কাউন্সিল ভবন গেটে তালা লাগিয়ে এর সামনে অবস্থান নেন ও বিক্ষোভ করতে থাকেন। বিকেল পৌনে পাঁচটার সময়ও বার কাউন্সিল ভবনের গেট তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। এ বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুস সালাম অভিযোগ করেন, পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করা হয়েছে। অথচ এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠে ও কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে। এরপর তারা বার কাউন্সিল ভবনের গেটে তালা লাগিয়ে এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এদিকে, জানা গেছে, অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম ও ফি গ্রহণ করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে, ৬ সেপ্টেম্বর তাদের এনরোলমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করতে পারবেন না। তার ফলেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রমনা এলাকায় বার কাউন্সিল ভবনের গেটে তালা মেরে এর সামনে অবস্থান নিয়েছেন। অপরদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।