সেন্ট্রাল লন্ডনে প্রবেশের সময় নতুন টি-চার্জ কার্যকর
গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করতে হলে ড্রাইভারদের এবার কনজেশন চার্জের সাথে টি-চার্জ ও পরিশোধ করতে হবে। আজ সোমবার থেকে কার্যকর হয়েছে এ টি-চার্জ। ট্রান্সপোট ফর লন্ডন (টিএফএল) এর ঘোষনা মতে প্রতি গাড়ির উপর ১০ পাউন্ড টি-চার্জ আরোপ করেছেন লন্ডন মেয়র সাদিক খান। সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৬টার ভেতরে সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশ করলে অবশ্যই টি-চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক হলিডে, ক্রিসমাস এবং নিউইয়ার ডেতে টি-চার্জ পরিশোধ করতে হবে না।
সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করার সময় যেখান থেকে কনজেশন চার্জ শুরু হয় ঠিক সেখান থেকেই টি-চার্জ জংশন শুরু হবে। কনজেশন এবং টি-চার্জ মিলিয়ে একবার সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করলে ২১ পাউন্ড ৫০ পেন্স পরিশোধ করতে হবে ড্রাইভারদের।
কারাভান, ঘোড়াবহনকারী বক্স, ব্রেকডা্উন অথবা রিকভারি ভেন, প্রাইভেট এম্বুলেন্সকেও টি-চার্জ পরিশোধ করতে হবে। তিন চাকার গাড়িও টি-চার্জের আওতায় পড়বে তবে মোটরসাইকেল আরোহী এই আওতার বাইরে। টেক্সি এবং অন্যান্য প্রাইভেট হায়ার গাড়ি, যাদের লাইসেন্স টিএফএলের সঙ্গে নয়, তাদেরকে কনজেশন এবং টি- চার্জ অবশ্যই পরিশোধ করতে হবে।
কনজেশন চার্জ যেভাবে পরিশোধ করা হয়, সেই একই কায়দায় টি-চার্জও পরিশোধ করা যাবে। যারা অটোমেটিক সিস্টেমে কনজেশন চার্জ পরিশোধ করেন তাদের কাছ থেকে অটোমেটিককালী টি-চার্জ নেওয়া হবে। টি-চার্জ পরিশোধ না করলে ১৩০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে। তবে ১৪ দিনের ভেতরে দিলে ৬৫ পাউন্ড পরিশোধ করতে হবে।