জাকার্তায় বিস্ফোরণে নিহত ৪৭
ইন্দোনেশিয়ায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার রাজধানী জাকার্তার পশ্চিমে তেনগেরাং বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে কারখানাটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
তেনগেরাংয়ের পুলিশ প্রধান হ্যারি কুরনিয়াওয়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাঁরা এখন কারখানার ভেতর থেকে কর্মীদের বের করে আনার কাজ করছেন।
জাকার্তা পুলিশের পরিচালক নিকো আফিনতা জানিয়েছেন, কারখানাটিতে মোট ১০৩ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে আহত অবস্থায় উদ্ধার করা ৪৬ জনকে আশপাশের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণের পর আগুন ধরে গেলে কারখানা ভবনের একটি অংশ ধসে পড়ে। এ সময় আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালে ওই কারখানায় মোট দুটি বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি হয় সকালে এবং আরেকটি স্থানীয় সময় বিকেলে। দুটি বিস্ফোরণের শব্দই অনেক দূর পর্যন্ত শোনা গেছে।
একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় মেট্রো টেলিভিশন জানায়, মাত্র ছয় সপ্তাহ আগে কাজ শুরু করে কারখানাটি।