এম এ মালেকের বাসায় অস্ত্রধারীদের মহড়া
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের বাসায় ভারী অস্ত্র শস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় ৩/৪ জন সাদা লোক বন্দুকসহ এম এ মালেকের বাসায় নক করে। এসময় এম এ মালেক বাসায় ছিলেন না। তার ছেলে বের হয়ে আসলে তারা গালাগালি করে চলে যায়। এরপরই এম এ মালেকের ছেলে পুলিশের জরুরী বিভাগে কল করে বিষয়টি অবহিত করেন। পুলিশ আসার পর এম এ মালেকও বাসায় আসেন। পুরো ঘটনাটি এম এ মালেকের বাসার সিসিটিভিতে রেকর্ড থাকায় এ নিয়ে এখন তারা কাজ করছেন। সিসিটিভি ফুটেজে ভারী অস্ত্র এর ফুটেজ থাকায় পুলিশ বেশ সিরিয়াস হয়ে বিষয়টি দেখছে বলে এম এ মালেকের একজন ঘনিষ্ট সহচর জানান।
পুলিশ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এম এ মালেকের বাসায় অবস্থান করে। এ রিপোর্ট লেখার সময় শুক্রবার বিকেলে এম এ মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, বাসার সিসিটিভির রেকর্ড নিয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।