ব্রিটিশ নৌসেনাদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ৮০ নাবিককে মাদক ব্যবহারের অভিযোগে গত বছর চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। এদের মধ্যে ২০ নাবিক পরমাণু ডুবোজাহাজে দায়িত্ব পালনের সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের দেয়া তথ্য থেকে জানা গেছে, পূর্বের বছরের চেয়ে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। এতে ব্রিটিশ নৌবাহিনীতে মাদকাসক্তি সমস্যা প্রকট হয়ে ওঠার প্রমাণ পাওয়া যাচ্ছে।
বহিষ্কৃতদের মধ্যে ডুবোজাহাজের নাবিক ছাড়াও ব্রিটেনের অতি গোপন ডুবোজাহাজ ঘাঁটির নৌসেনারাও রয়েছেন। সাধারণভাবে এ ঘাঁটি ‘ফাসলেন ফ্লোটিলা হেডকোয়ার্টাস’ নামে পরিচিত।
মাদকাসক্তি এবং অনৈতিক কার্যকলাপের দায়ে ব্রিটিশ নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ এইচএমএস ভিজিল্যান্টের প্রধানসহ ১১ নৌসেনাকে চাকরীচ্যুত করার খবর বের হওয়ার কয়েকদিনের মধ্যেই এ তথ্য প্রকাশিত হলো। -পার্স টুডে