ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ১ লাখ ফিলিস্তিনি শিশুর চিঠি

palestine২ নভেম্বর ১৯১৭। বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনে আরব মুসলিমদের দুর্দিনের সূচনা হয়। তৎকালীন ‍ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদি নেতাদের কাছে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চিঠি লেখেন। পরবর্তীতে ব্রিটিশ সম্রাজ্যের সহযোগিতায় ফিলিস্তিন ভূমিতে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র। আরবদের বিতাড়িত হতে হয় আপন ভূমি থেকে।
ব্রিটিশ সরকারের ভেতর ও বাহির থেকে ফিলিস্তিনের মানবিক বিপর্যয়ের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার নমনীয় না হয়ে বরং বেলফোর ঘোষণার শত বছর ‍পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটিশ সরকারের এ অন্ধত্বের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের উদ্দেশে ১ লাখ চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের শিশু-কিশোররা। এ চিঠি থেরেসা মের হাতে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রী সাবির সাইদাম।
তিনি ঘোষণা করেন, ফিলিস্তিনের শিশু-কিশোররা বিভিন্ন ভাষায় এ চিঠি লিখবে এবং তা থেরেসা মের কাছে পাঠানো হবে। চিঠিতে লেখা হবে আপনারা উদযাপন বন্ধ করুন।
সাবির সাইদাম জানিয়েছেন, চিঠিগুলো জেরুজালেমের ব্রিটিশ কন্সালেটের মাধ্যমে পাঠানো হবে। এছাড়াও ফিলিস্তিন কর্তৃপক্ষ এ উদযাপন ঠেকাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button