আয়ারল্যান্ডের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা অনুমোদিত
আয়ারল্যান্ডের সবচেয়ে বড় মসজিদের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। রাজধানী ডাবলিনের উত্তরাঞ্চলীয় ক্লোংগ্রিফিন শহরে নির্মাণ করা হবে এই মসজিদ। মসজিদটি নির্মাণের সবুজ সংকেত দিয়েছে ডাবলিন সিটি কাউন্সিল-অ্যান বর্ড প্লিনালা। আয়ারল্যান্ডের ইসলামি পরিষদের সদস্য আব্দুল হাসিবের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা এ খবর দিয়েছে। ডেভেলপার জেরি গ্যাননের উদ্ধৃতি দিয়ে দ্য আইরিশ টাইমস জানিয়েছে, মসজিদটি হবে তিন তলাবিশিষ্ট। ৬ একর বা ৫৫০০ বর্গমিটার জমির ওপর মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদটিতে দুটি মিনার থাকবে।তাছাড়া কমপ্লেক্সে আরো থাকবে একটি সাংস্কৃতিক কেন্দ্র, অফিস, বইয়ের দোকান, লাইব্রেরি, ৬০০ আসন বিশিষ্ট সম্মেলন কেন্দ্র, রেস্টেুরেন্ট, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, ইনডোর সুইমিং পুলসহ দোতলা ফিটনেস সেন্টার, জিম, সোনা এবং কয়েকটি অ্যাপার্টমেন্ট।
ইসলামি আদর্শের সঙ্গে পরিচিতি হবার সুবিধার্থে অমুসলিমদের জন্যেও একটি অভ্যর্থনাগার থাকবে মসজিদে। অন্তত ৩,০০০ মুসল্লি এই মসজিদে একত্রে নামায আদায় করতে পারবেন। ২০১৪ সালের শুরুতে এটির নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আয়ারল্যান্ডের ইসলামি সংস্থাগুলো আশা প্রকাশ করেছেন।