আগামী পাঁচ বছরে আট বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে আগামী পাঁচ বছরে আট বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে হান কিমের নেতৃত্বে এডিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ দলে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশও ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে এডিবির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, এডিবি বাংলাদেশকে প্রতিবছর এক বিলিয়ন (১০০ কোটি) ডলার করে ঋণ সহায়তা দিয়ে আসছে। তবে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বড় হয়েছে। সেক্ষেত্রে আগামী বছর থেকে বাংলাদেশকে দেড় বিলিয়ন (১৫০ কোটি) ডলার করে ঋণ সহায়তা দেওয়া হবে।
এসময় হান কিম ২০২১ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের রোডম্যাপ তুলে ধরে জানান, এই পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সহায়তা চাইলে এডিবি তা দেবে। এক্ষেত্রে এডিবি বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
গত ৪ নভেম্বর ঢাকা সফরে আসেন এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম। আজ মঙ্গলবার সফর শেষ করবেন তিনি। এদিকে, বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ চলতি মাসের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।