তুরস্কে হচ্ছে মানবাকৃতির রোবট ফ্যাক্টরি

robotনিহার মামদুহ: তুরস্ক প্রথমবারের মতো মানব সাদৃশ্য রোবট তৈরির কারখানা চালু করতে যাচ্ছে। সফটওয়্যার কোম্পানি ইয়াকিনসফট তুরস্কের কানইয়া প্রদেশে এ কারখানা গড়ে তুলবে। ইয়াকিনসফট তাদের ইয়াকিনরোবোটিকস ফ্যাক্টরিতে স্বল্প পরিসরে মানবসদৃশ রোবট উৎপাদন শুরু করেছে।
খুব শীঘ্রই বড় পরিসরে উৎপাদন শুরু করবে।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াকিনসফট-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অাজগার ইয়াকিন একিন এই ঘোষণা দেন।
ইয়াকিন বলেছেন, অ্যাডা জিএইচ৫ নামের নতুন প্রজন্মের এই মানবসদৃশ রোবটটি শপিং মল, থিয়েটার, বিমানবন্দর, হাসপাতাল ও এমনকি বাসায় ব্যবহারের জন্য বানানো হবে।
এই রোবটগুলো শুনতে, বলতে, গন্ধ নিতে ও ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে।
ইয়াকিনসফট ২০০৯ সালে রোবোটিকস নিয়ে গবেষণাগার চালু করে। একাধিক গবেষণা প্রকল্পের পর ২০১১ সালে তারা মডেল উৎপাদন শুরু করে। এই রোবট প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি অন্তত ১১.৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button