অ্যাপলের আগে স্মার্ট ঘড়ি ছাড়ল স্যামসাং
বিশ্বের শীর্ষ স্মার্টফোন উৎপাদক স্যামসাং বৃহস্পতিবার বার্লিন বাণিজ্য মেলায় প্রথম প্রজন্মের পরিধানযোগ্য স্মার্ট ডিভাইস গ্যালাক্সি গিয়ার বিমুক্ত করেছে। সেপ্টেম্বর ১১ পর্যন্ত বার্লিনের আইএফএ কনজিউমার ইলেকট্রনিক্স ফেয়ারে গ্যালাক্সি গিয়ার সিরিজের স্মার্ট ঘড়িটি প্রদর্শন করা হবে। স্যামসাং ইমেইল ভাষ্যে জানিয়েছে এটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক ডিভাইস ‘গ্যালাক্সি নোট থ্রি’ ফ্যাবলেটের (ফোন+ট্যাবলেট) অনুষঙ্গ হিসেবে হাতে পরিধান করা যাবে। কণ্ঠস্বর নিয়ন্ত্রিত স্মার্ট ঘড়িটির মাধ্যমে হ্যান্ডস-ফ্রি ফোন কল এবং বার্তা গ্রহণ করা যাবে। স্যামসাং জানায় এর ব্যবহারকারী বাজার করে ফেরার সময় দুই হাত যদি ভর্তি থাকে তাহলে এই ডিভাইসটি খুব কাজে দেবে। এছাড়া স্ক্রিনে স্পর্শ না করেই এটি দিয়ে ফোন করা যাবে।এর ডিসপ্লে ১.৫৩ ইঞ্চি আর এতে রয়েছে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, সামান্য সঞ্চলনের মাধ্যমে এটি দিয়ে ছবি আর ভিডিও তোলা যাবে, আর তা ব্লুটুথের মাধ্যমে গ্যালাক্সি নোট থ্রিতে পাঠান যাবে। পাশাপাশি স্মার্টফোন আর ট্যাবলেট পিসির সংমিশ্রণে স্যামসাঙ নতুন গ্যালাক্সি নোট থ্রি বিমুক্ত করেছে। আগের সংস্করণের ৫.৩ ইঞ্চি পর্দার জায়গায় এরটি ৫.৭ ইঞ্চি। এটি ৮.৩ মিলিমিটার পুরু আর ওজন ১৬৮ গ্রাম। প্রসেসর কোয়াড-কোর ২.৩ গিগাহার্জ এবং অক্টা-কোর ১.৯ গিগাহার্জ। ডুয়াল ক্যামেরার ক্ষমতা ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল।