কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা বাতিল করলো স্পেনের আদালত
কাতালোনিয়াদের স্বাধীনতার ঘোষণাকে বাতিল করে দিয়েছে স্পেনের আদালত। স্থানীয় সময় বুধবার তাদের স্বাধীনতা ঘোষণার উপর নিষেধাজ্ঞা জারি করে স্প্যানিশ আদালত। আদালত তার ঘোষণায় জানায়, ‘কাতালোনিয়াদের স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রের আইনের সম্পূর্ণ বিরুদ্ধে।’
স্প্যানিশ সংবাদবার্তা সংস্থা এল পিস জানায়, আদালত কাতালোনিয়াদের বিপক্ষে রায় দিয়েছে। আদালত কাতালোনিয়াদের নিজেদের স্বায়ত্তশাসিত অধীকারীর আওতাভুক্ত ভাবতে না করেছে। কারণ তাদের এই স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত দেশের সর্বভৌমত্বের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। গত ১ অক্টোবর কাতালোনিয়ায় এই বিতর্কিত স্বাধীনতার জন্য তাদের মধ্যে গণভোটের আয়োজন করা হয়েছিলো এবং ২৭ অক্টোবর তারা স্বাধীনতার ঘোষণা দেন।
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতারা জানায়, গণভোটটিতে ৯০ শতাংশ জনগণ অংশগ্রহণ করেছিলেন তবে এই স্বাধীনতার পক্ষে ভোট পড়ে ৫০ শতাংশেরও কম। অন্যদিকে স্প্যানিশ মাদ্রিদ সরকার এই ঘোষণার পর কাতালোনিয়া সরকারকে বরখাস্ত করে এবং পার্লামেন্টে তাদের যাবতীয় ঘোষণাকে খারিজ করে দেয়। এ ছাড়াও পরবর্তীতে স্পেন কাতালোনিয়াদের নেতা চার্লেস পুইগডিমন্ট ও চারজন কাতালানদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে।