৩৬০ কেজি ওজনের সৌদি নাগরিক মাজেদ আল-দুসারি আর নেই
ওজন কমানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন সৌদি আরবের মাজেদ আল-দুসারি। তবে, ওজন কমানোর লড়াইয়ে না হারলেও নিউমোনিয়ার কাছে পরাজিত হলেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দাম্মার সেন্ট্রাল হাসপাতালে মারা যান ২৬ বছর বয়সী দুসারি। গত দুইবছর ধরে তিনি ওজন কামানোর জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অতিরিক্ত ওজনের কারণে তিনি দাম্মারের বাড়ি থেকে কোথাও বের হতে পারতেন না। পরে, সৌদি আরবের রাজা আব্দুল্লাহ দুসারির চিকিৎসার দায়িত্ব নেন।
এর আগে, খালেদ মোহসেন শাইয়েরি (২০) নামে ৬১০ কেজি ওজনের এক ব্যক্তি চিকিৎসার দায়িত্ব নেয় সৌদি সরকার।