ফ্রান্সে ছাতক দোয়ারা সমাজ কল্যান সমিতির সভা অনুষ্টিত
গত ১ আগস্ট প্যারিসের পিআরপি কারিবান গ্রীল রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্হানরত বিপুল সংখ্যক ছাতক দোয়ারা প্রবাসীদের উপস্হিতিতে নজরুল ইসলামের সভাপতিত্বে কামাল আহমদের পরিচালনায় অনুষ্টিত হয় এক সাধারন সভা।সভায় সর্বসম্মতিক্রমে নজরুল ইসলাম কে আহবায়ক ও কামাল আহমদকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিঠি গঠন করা হয়।আহবায়ক কমিঠির সদস্যরা যথাক্রমে নজরুল ইসলাম,কামাল আহমদ,এম ডি আতাউর রাহমান মান্নান,রফিক আলী,সেলিম আহমদ,আবুল খায়ের,সুজন মিয়া।সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে পুর্নাংগ কমিটি গঠনের সিন্ধান্ত গৃহীত হয়।
সাধারন সভায় বক্তারা বলেন আন্চলিকতার মাধ্যমে ভ্রাতৃত্ব স্হাপন করে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে ভুমিকা রাখার লক্ষ্যে ছাতক দোয়ারা সমাজ কল্যান সমিতির যাত্রা শুরু হয়েছে।আন্চলিকতার নামে আন্তরিকতা ভাগাভাগি নয় বরং আন্তরিকতার মাধ্যমে প্রবাসে শক্ত বাংলাদেশী কমিউনিটির লক্ষ্যে আমরা কাজ করে যাবো।ফ্রান্সে নবাগতদের সকল সমস্যা সমাধানে সমিতির আগামীদিনের কর্মপরিকল্পনা উল্লেখ করে বক্তারা বলেন ছাতক দোয়ারার এ সংগঠনটি শুধু সমিতি নয় একটি প্রতিষ্ঠানের মত প্যারিসে কাজ করবে।নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনের সকল কর্মকান্ডে সরব উপস্হিতির আহবান জানান।সভা্য় আহবায়ক কমিটির সদস্য এমডি আতাউর রহমান মান্নান ছাতক দোয়ারার সকল প্রবাসীদের কে শুভচ্ছা বিনিময় করে সবাইকে একত্রে কাজ করার উদাত্ত আহবান জানান।