রোহিঙ্গাদের নিপীড়নের ছবি দেখে হৃদয় ভেঙে গেছে : তেরেসা
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ভয়াবহ ছবি দেখে হৃদয় ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। সোমবার লন্ডনের গিল্ডহলে লর্ড মেয়রের ভোজে তেরেসা এসব কথা বলেন বলে জানায় স্কাই নিউজ। এখানে বিদেশনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেন তেরেসা।
তেরেসা বলেছেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘আমাদের টিভি স্ক্রিনে রোহিঙ্গাদের দুর্দশার চেয়ে ভয়াবহ চিত্র দেখানো হয়েছে তা হৃদয়বিদারক। দেখা গেছে জীর্ণশীর্ণ রোহিঙ্গা শিশুরা সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। এটাকে জাতিগত নিধন বলেই মনে হচ্ছে। এজন্য বার্মিজ কর্তৃপক্ষ, বিশেষ করে সেনাবাহিনীর পূর্ণ দায় নিতে হবে।’
তেরেসা বলেন, ‘এই সংকটে সবচেয়ে বেশি সাহায্য করেছে যুক্তরাজ্য। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখব। রোহিঙ্গাদের ওপর ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে ব্রিটেন।’
রোহিঙ্গাদের জন্য ব্রিটেন রেড ক্রসের মাধ্যম বোয়িং-৭৪৭ বিমানভর্তি ত্রাণ পাঠিয়েছে এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন্ন কমিটি এ সংকট নিয়ে বৈঠক করেছে।