রোহিঙ্গা মুসলিম গণহত্যা ছিল পরিকল্পিত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের বহু তথ্যপঞ্জি রেকর্ড করা হয়েছে। ত্রিশ পৃষ্ঠার ওই প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের চালানো ওই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে এসেছে এমন বহু তথ্যপঞ্জি রয়েছে যা প্রমাণ করে এই হামলা ছিল সুপরিকল্পিত মুসলিম নিধন।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা, মুসলিম নারী, শিশুদের ওপর অকথ্য নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। রাখাইন প্রদেশে বহু মুসলিম নারী ও শিশুকে জীবিত কবর দেয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীরা রাখাইন প্রদেশসহ বাংলাদেশের সীমান্ত এলাকা পরিদর্শন করে বলেছে গণহত্যা চালানোর পর নিহত এবং আহত মুসলমানদেরকে মিয়ানমারের সেনারা আগুনে পুড়িয়ে দিয়েছে।
ইতোপূর্বে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাদের চালানো জাতিগত শুদ্ধি অভিযানকে “ভয়াবহ মানবিক বিপর্যয়” বলে অভিহিত করেছেন।
মিয়ানমারের সেনা ও উগ্র বৌদ্ধদের সাম্প্রতিক হামলায় ছয় হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে, আহত হয়েছে ৭ হাজারের বেশি। -পার্সটুডে