জাতিসংঘে মিয়ানমার বিষয়ে প্রস্তাব পাস
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। বৃহস্পতিবার ১৩৫-১০ ভোটে পাস হয় প্রস্তাবটি।
এছাড়া ২৬টি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। না ভোট দেওয়া বা বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস।
জাতিসংঘ কমিটি বাংলাদশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের প্রতি। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা হবে, যেখানে চূড়ান্ত ভোট হবে ডিসেম্বর মাসে। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব সেখানেও পাস হবে।রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশের অবদানের কথা তুলে ধরা হয় অধিবেশনে।
সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির পাস করা এই প্রস্তাবটি ওআইসির ৫৭টি দেশ স্পন্সর করেছে। সৌদি আরবে জাতিসংঘের দূত আব্দুল্লাহ-আল মৌয়ালিমি ওআইসির পক্ষে বলেন, মিয়ানমার থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে যাওয়া মিয়ানমারে ধর্মীয় ঘৃণার আরেকটি অমানবিক দৃশ্যকে প্রকাশ করে। -চ্যানেল আই