৫ লাখ শরণার্থী শিশুকে লেখাপড়া করাচ্ছে তুরস্ক

turkeyসিরিয়া থেকে শরণার্থী হয়ে তুরস্কে আশ্রয় নেয়া পাঁচ লাখ শিশুকে লেখাপড়া করার সুযোগ নিশ্চিত করেছে তুরস্ক। তাদের মধ্যে ৪ লাখ ৯২ হাজার ৫৪৪ শিশুকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুলে সংযুক্ত করা হয়েছে।
তুরস্কে এ পর্যন্ত প্রায় ৩২ লাখ শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। ৩২ লাখের মধ্যে ৮ লাখ ৩৩ হাজার রয়েছে শিশু। খবর আনাদলু এজেন্সির।
তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে আশ্রয় নেয়া শরণার্থী শিশুদের মধ্যে এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ শিশুকে লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত করেছে দেশটি।
এর মধ্যে ২৫ হাজার ৭৬১ জন কিন্ডারগার্ডেন, ১ লাখ ৬ হাজার ২৫৭ মাধ্যমিকে ও ৫১ হাজার ৮৮৯ জন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। এ ছাড়া প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৩৭ জন।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শরণার্থীদের জন্য তুরস্ক ব্যয় করেছে প্রায় ২৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৫০০ কোটি টাকার সমান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button