বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড
বিশ্বের প্রযুক্তি বাজারে প্রতিনিয়ত নতুন নতুন ইলেক্ট্রনিক ডিভাইস সংযোজিত হচ্ছে। আর সেটা এতোটাই দ্রুত যে সাধারণ ব্যবহারকারীরা তাল মেলাতেই রীতিমতো হিমশিম খাচ্ছেন। সেরকমই আরও একটি নতুন ইলেক্ট্রনিক গ্যাজেট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি টেকনোলজি ফার্ম সিএসআর। বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস বা তারবিহীন কিবোর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার পুরুত্ব মাত্র দশমিক ৫ মিলিমিটার। বিশ্বাস করতে কষ্ট না হওয়াটাই অস্বাভাবিক। পুরুত্বের দিক থেকে একটি কাগজের সঙ্গে যদি কিবোর্ডের কোন পার্থক্য না থাকে, তবে তাতে অবাক তো হওয়ার কথাই। এর আগেও এ প্রতিষ্ঠানটির তৈরি বেশ কিছু ইলেক্ট্রনিক গ্যাজেট গ্রহণযোগ্যতা ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দ্স্তুান টাইমস। যে কোন ট্যাবলেট, আইফোন বা পিসি’তে ব্লুটুথ স্মার্টের মাধ্যমে সংযোগ করা যাবে কিবোর্ডটি। একটা সাধারণ কিবোর্ডের থেকে এটি আরও কিছুটা বৈচিত্র্যপূর্ণ। অন্তত, বৈশিষ্ট্যের দিক থেকে তো বটেই। এ ডিভাইসটি টাচ সেন্সিটিভ। তাছাড়া সঙ্গে করে যে কোন জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা তো থাকছেই।