সৌদি ত্যাগে অতিরিক্ত ৬০ দিন সময় পাবেন প্রবাসীরা
সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার জন্য অতিরিক্ত ৬০ দিন সময় পাবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর।
দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জিডিপি) দাফতরিকভাবে বিষয়টি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
আরব নিউজের খবরে বলা হয়, আকামা (সৌদি ভিসার মেয়াদ) শেষ হওয়ার পর দেশত্যাগের জন্য ৬০ দিন সময় দেয়া হবে।
জিডিপি অফিস থেকে এক টুইটবার্তায় এ বিষয়ে একজন প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। ওই প্রশ্নকারী বলেন, আমার আকামার মেয়াদ শেষ হয়েছে। আমি দেশত্যাগ করতে চাচ্ছি। এখন আমি কী করতে পারি?
এর উত্তরে জিডিপি অফিস থেকে বলা হয়, কোনো সমস্যা নেই। ৬০ দিনের মধ্যে আপনাকে এক্সিট ভিসা দেয়া হবে।