জিসিএসই-তে ১৯ টি বিষয়ে এ- ষ্টার পেয়েছে রিপা
নরউইচের স্প্রাউটন কমিউনিটি হাই স্কুল থেকে তাসনিমা রহমান রিপা লাকি এবারের জিসিএসই পরীক্ষায় ১৯ টি বিষয়ে এ- ষ্টার সহ কৃতিত্বের সাথে উত্তীর্র্ণ হয়েছে। তার বাবার নাম তৌফিকুর রহমান লাকি আর মা নুরুন নাহার রিপা লাকি। তাসনিমা রহমানের এই সাফল্যে গর্বিত তার মা বাবা মেয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন। তাসনিমার বাবা তৌফিকুর রহমান লাকি একজন সফল ব্যাবসায়ী। তিনি বিসিএ ইষ্ট এঞ্জিলিয়া রিজিওনের আহ্বায়ক। তাসনিমা ভবিষ্যতে ডাক্তার হতে চান চায়। তার বিষয়গুলো ছিলো – মেথ, ফিজিক্স্র, কেমিষ্ট্রি, বায়োলজি, ইংরেজী সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, আর্ট এন্ড ডিজাইন, সিটিজিনশীপ ও রিলিজিয়াস স্টাডিস, স্প্যানিস ল্যাঙ্গুয়েজ। বর্তমানে নরউইচের বাসিন্দা তাসনিমা রহমান মৌলভীবাজার সদর উপজেলার রসুলপুর গ্রামের আদি বাসিন্দা। তার পিতামহ মরহুম আলহাজ বাদশা মিয়া।