কর সংস্কার প্রস্তাব পাসে চাঙ্গা মার্কিন শেয়ারবাজার
কর সংস্কারের পথে বড় অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রে। হাউজ রিপাবলিকানরা প্রস্তাবিত কর সংস্কার পরিকল্পনা ২২৭-২০৫ ভোটে পাস করেছেন। তবে ক্ষমতাসীন রিপাবলিকান দলের ১৩ জন এর বিপক্ষে ভোট দিয়েছেন। এদিকে কর কর্তন পরিকল্পনা পাসের খবরে ওয়াল স্ট্রিটে চাঙ্গাভাব দেখা গেছে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাসের খবরে মার্কিন শেয়ারে উল্লম্ফন দেখা গেছে এবং নাসডাক সূচক নতুন রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার মার্কিন হাউজ স্পিকার পল রায়ানের জন্য ছিল বড় একটি দিন। হাউজে কোনো ধরনের নাটকীয়তা ছাড়াই প্রস্তাবিত বিলটি পাস হয়েছে। রিপাবলিকান পিট সেশনস এটিকে ‘রায়ানের বিল’ বলে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বিলে করপোরেশনগুলোর জন্য ব্যাপক কর কর্তন, স্বাভাবিক হ্রাসের হার দ্বিগুণে উন্নীত করা ও অন্যান্য পরিবর্তনের মধ্যে ব্যক্তিগত করহার সমন্বিত করার প্রস্তাব রাখা হয়েছে। আপাতদৃষ্টিতে রিপাবলিকানদের জন্য বড় জয় ধরা হলেও এটি সামগ্রিকভাবে কর সংস্কারের ধরন সম্পর্কে পরিষ্কার কোনো আভাস দিচ্ছে না। ফলে রিপাবলিকান নেতা ও তাদের মিত্রদের দৃঢ়তা সত্তে¡ও পুরো বিষয়টি এখনো অমীমাংসিতই থেকে যাচ্ছে। একদিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাস হয়েছে, অন্যদিকে সিনেট নিজস্ব একটি কর সংস্কার প্রস্তাব হাজির করেছে; যা হাউজ রিপাবলিকানদের প্রস্তাবিত বিল থেকে বেশ ভিন্ন। এদিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবিত কর বিল পাসের সংবাদে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। কর সংস্কারে অগ্রগতি বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের কর সংস্কার নিয়ে সিনেট রিপাবলিকানদের মতভেদে সৃষ্ট বিতর্ক এবং উচ্চকক্ষে আরো কঠোর বিতর্কের সম্ভাবনাকে পাশ কাটিয়ে যেতে দেখা গেছে। ওয়াল স্ট্রিটের প্রধান সূচক ডাও সদস্য ওয়ালমার্ট ও সিসকো সিস্টেমের শেয়ারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে। পুরো বছরের মুনাফা পূর্বাভাস বৃদ্ধির পর ওয়ালমার্টের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ। প্রান্তিকীয় আয় ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২৪০ কোটি ডলার হওয়ার খবর প্রকাশের পর সিসকোর শেয়ারদর ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। ডাও জোনসের আরেক ব্লুচিপ কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের শেয়ারদর ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।