নতুন উপজেলা শায়েস্তাগঞ্জ
ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ বিষয়ে এখনও অনুমোদন দেয়নি।
এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে নতুন উপজেলা করার প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এতে দেশে মোট উপজেলার সংখ্যা হবে ৪৯২টি।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকারের সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
একই দিন বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিকারের বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেয়া হয়নি। ময়মনসিংহ যেহেতু বিভাগীয় সদর দফতর হয়ে গেছে, এটাকে তাই সিটি করপোরেশন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ময়মনসিংহ হবে দেশের দ্বাদশ সিটি করপোরেশন।
শফিউল আলম বলেন, সোমবারের নিকারের সভায় মোট ১২টি প্রস্তাব উত্থাপন করা হয়। যার মধ্যে ৯টি পাস হয়েছে ও তিনটি শর্ত পূরণ না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।