আন্তর্জাতিক মহাকাশ একাডেমির সদস্যপদ পেলেন সৌদি গবেষক

nasaমহাকাশ গবেষণায় অন্যন্য অবদানে জন্য ‘ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনেটিক্স’ এর সদস্যপদ পেলেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ সিটি-কেএসিএসটি’এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার ডা.খালেদ আল-হুসেন।
সৌদি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আল-হুসেন আব্দুল আজিজ সিটির ৫০টিরও বেশি প্রকল্প পরিচালনা করছেন। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অনন্য।
২০১৭ সালে সালে আব্দুল আজিজ সিটি এবং এন্টোনিওভ কোম্পানির মধ্যে আন্তোনিওভ ১৩২ডি যৌথ উদ্যোগের উন্নয়ন ও উৎপাদন কাজে তাঁর ব্যক্তিগত অবদানের জন্য তাঁকে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়েছিল । ২০০৬, ২০০৮, ২০১২ এবং ২০১৪ সালে আল-হুসেন আব্দুল আজিজ সিটির উপগ্রহের তত্ত্বাবধান করেছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রকৌশল বিভাগে শক্তিশালী একাডেমিক দক্ষতার জন্য তিনি ‘প্রফেসর অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
‘ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক ইনডেক্স’ এ ১০০টির বেশি বৈজ্ঞানিক পত্রগুলি উদ্ধৃত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসে তাঁর ৪০টি নিবন্ধিত পেটেন্ট রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button