শিক্ষা প্রচারণায় পাকিস্তান যাচ্ছেন গর্ডন ব্রাউন
‘শিক্ষার জন্য জরুরী উদ্যেগ’ এর অংশ হিসেবে পাকিস্তান আর নাইজেরিয়া সফর করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে শিক্ষা নিয়ে মালালা ইউসুফজাই এর দেয়া ভাষণের ধারাবাহিকতায় তার এই সফর। সফরে গর্ডন ব্রাউন দুই দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। এবং শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে তাদের সাথে কথা বলবেন।
শনিবার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ২০১৫ সালের মধ্যে শিক্ষার উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতিসংঘ। মালালার বক্তব্য সে লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি একটি ঐতিহাসিক গতিময়তা।
তিনি বলেন, ২০০০ সালে বিশ্বে সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। আর এতে ২০১৫ সালের মধ্যে প্রতিটি শিশু স্কুল শিক্ষা নিশ্চিতের টার্গেট নেয়া হয়।
তিনি বলেন, একটি শিশু, শিক্ষক, কলম এবং বই পৃথিবী বদলে দিতে পারে। এ বক্তব্য লাখো তরুণদের স্বপ্নের প্রতিধ্বনি।
গতকাল জাতিসংঘে পাকিস্তান হাইকমিশনার ও মালালার সাথে বৈঠক করেন গর্ডন ব্রাউন। বৈঠকে পাকিস্তানে ঝরে যাওয়া স্কুল শিশুদের শিক্ষা নিয়ে কথা হয়। জাতিসংঘের ‘এ ওয়ার্ল্ড এট স্কুল’ প্রচারণার অংশ হিসেবে গর্ডন ব্রাউন এ মাসের ২৫ তারিখ নাইজেরিয়া সফর করবেন। পরবর্তী মাসে তিনি পাকিস্তান সফরে যাবেন।