প্রবল খরার সঙ্গে লড়ছে স্পেন পর্তুগাল
নদী-নালা শুকিয়ে প্রবল খরার সঙ্গে লড়ছে স্পেন ও পর্তুগাল। খরা পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বিগত ৬ মাসে পর্তুগালের প্রায় সব অংশেই প্রবল খরা দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের দূর্যোগটি ২০০৫ সালের ভয়াবহ খরাকেও ছাড়িয়ে যাবে। অন্যদিকে স্পেনের পরিস্থিতিও খারাপের দিকে মোড় নিচ্ছে। সাধারণত স্পেনে যে পরিমান বৃষ্টি হয়, সে পরিমান হয়নি।
ইতোমধ্যে শুষ্ক আবহাওয়ার জন্য স্পেনের ১.৩৮ মিলিয়ন হেক্টর জমির শষ্য, সূর্যমুখী ও জলপাই গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। অক্টোবরের শেষে এবিষয়ে একটি জরিপ করে প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় কৃষি বীমা সংস্থা ‘আগ্রসগউইরো’। এছাড়া এবছরেই শুকনো জমি ও বনাঞ্চলে দাবানল লেগে পর্তুগালে ১০৯ ও গালিজিয়ায় ৫ জন মারা যায়। শুকনো আবহাওয়া ও কম বৃষ্টিপাতের জন্য স্পেন এবং পর্তুগালের পানির স্তর নেমে গেছে। এখনি পর্তুগালের বেশ কিছু এলাকায় অন্যান্য শহর থেকে এনে পানি সরবরাহ করা হচ্ছে। স্পেনের সুপেয় পানির অন্যতম উৎস তাগুস নদী।