বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতি থেকে ছিটকে পড়ল ব্রিটেন
বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে পড়ল ব্রিটেন। বুধবার বাজেট বক্তৃতায় ব্রিটেনের অর্থমন্ত্রী এ তথ্য জানান। ব্রিটেনকে পেছনে ফেলে সেরা পাঁচে উঠে এসেছে ফ্রান্স। বিশ্বের শীর্ষ অর্থনীতির অন্য দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি।
ব্রিটেনের চ্যান্সেলর (অর্থমন্ত্রী) ফিলিপ হ্যামন্ড তার বাজেট বক্তৃতায় বলেন, ব্রিটেন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। তিনি বলেন, লন্ডন বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র। আমাদের রয়েছে বিশ্বের বেশ কিছু সেরা কোম্পানি। ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড গড়বে যে প্রযুক্তির উৎকর্ষতা ও ডিজিটাল শিল্প, তাতেও আমরা অগ্রগামী। কেউ ব্রিটেনের অর্থনীতিকে ছোট করে দেখলে সে বিপদে পড়বে। বিশ্বের সেরা অর্থনীতি বাছাইয়ে বেশ কিছু পন্থা রয়েছে।