মালয়েশিয়ায় ওয়ার্ল্ড ইসলামিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ার সারওয়াকে ইসলামিক ফোরামের ৩ দিনব্যাপী ১৩তম ওয়ার্ল্ড সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে।
মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের বর্ণিও কনভেনশন (কুচিং) সেন্টারে ওয়ার্ল্ড ইসলামিক ইকনোমি ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রায় ৩৫ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক মোহাম্মদ নাজিব তুন আব্দুল রাজ্জাক বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা দ্রুততর পরিবর্তিত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য পরিবর্তন করতে হবে।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের স্থিতিশীলতা রক্ষণের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। কারণ একটি সবুজ অর্থনীতির ধারণা মালয়েশিয়ার ভবিষ্যতের উন্নয়ন একটি অবিচ্ছেদ্য অংশ।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে সক্রিয়ভাবে অংশীদার হওয়া এবং বিশ্বব্যাপী সমবায় গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ ছাড়া সম্মেলনে সামাজিক সংহতি, ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক বিকাশ ও সমাজ পরিবর্তনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেতারা আলোচনা করেন।