সৌদি আরবের জাতীয় সঙ্গীত রচয়িতা আর নেই
সৌদি আরবের জাতীয় সঙ্গীত রচয়িতা ও বিখ্যাত গীতিকার ইব্রাহীম খুফ্ফাজী মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইব্রাহীম খুফফাজী ১৯২৬ সালে মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। জাতীয় সঙ্গীত লেখার কারণে তিনি আরবদের মাঝে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি ৬ মাস অব্যাহত চেষ্টার পর জাতীয় সঙ্গীত রচনা করেন। তিনি নয় যুগ ধরে সৌদি আরবের জাতীয় পর্যায়ের কাজের সঙ্গে জড়িত ছিলেন। সেই সঙ্গে সৌদি আরবের একাধিক সঙ্গীত ব্যক্তিত্ব তাঁর রচয়িত গান গেয়ে প্রসিদ্ধি লাভ করেন।