ইইউ’র কাছে নতিস্বীকার করল ব্রিটেন
ব্রেক্সিট ডিভোর্স বিল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে নতিস্বীকার করল ব্রিটেন। জোট ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে ব্রিটেন ব্রাসেলসকে ৬৭০০ কোটি ডলার দিতে যাচ্ছে। ফলে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ফিরে আসবে জার্মানি ও ফ্রান্স।
ব্রেক্সিটের ক্ষতিপূরণ নিয়ে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। তবে ব্রাসেলস এই টাকায় রাজি হবে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে ব্রিটেনের মন্ত্রিসভার বৈঠক শেষে এই অর্থ দেয়ার প্রস্তাব করা হয় ব্রাসেলসকে। ব্রেক্সিট ডিভোর্স বিল তথা ব্রিটেনের ইইউ ছাড়ার ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। গত মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছিলেন, তার দেশ ব্রাসেলসকে ২০০০ কোটি ইউরো দিতে প্রস্তুত। কিন্তু ইইউ তাতে রাজি হয়নি। তারা টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানায়।
ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে চায় ব্রিটেন। কিন্তু ২৮ দেশভুক্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ডিভোর্স বিল, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইইউ নাগরিকদের মর্যাদা এবং আইরিশ সীমান্ত নিয়ে যথেষ্ট অগ্রগতি না হলে তারা আলোচনায় রাজি নয়। ইইউ বলছে, জোট ছাড়ার আগে ব্রিটেনকে টাকা পয়সার হিসাব শেষ করতে হবে। ব্রিটেনও জোট ছাড়ার জন্য অর্থ দিতে প্রস্তুত বলে জানায়। কিন্তু সমস্যা দেখা যায় টাকার পরিমাণ নিয়ে।